BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / ক. কুমিল্লা সদর / ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর-২০১৫ অনুষ্ঠিত
11

ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর-২০১৫ অনুষ্ঠিত

আজিম উল্যাহ হানিফ:–
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর-২০১৫ গতকাল অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের মাধ্যমে বিনোদন ও শিক্ষা নেওয়ার জন্য এই শিক্ষা সফরের ভ্যানু কুমিল্লার কোটবাড়িস্থ পর্যটনের দর্শনীয় স্থান গুলোতে। শিক্ষা সফরটি ভারপ্রাপ্ত বিভাাগীয় প্রধান ড. মো: আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে প্রদান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবদুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করে শিক্ষক পরিষদের সম্পাদক মো: জহিরুল ইসলাম পাটোয়ারী। এছাড়াও শিক্ষা সফরে অংশ গ্রহণ করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওশন আরা বেগম, সহকারী অধ্যাপক তপন ভট্রাচার্য্য, জি,এম,এম মিজানুর রহমান ভ’ইয়া, মো: কবির উদ্দিন আহমেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সাবিনা ইয়াসমিন সহ বিভাগীয় শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। অত্যান্ত হইহুল্লো আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা সফরের যাত্রা শুরু হয় কলেজ ক্যাম্পাস থেকে ৭.৩০মিনিটে, সকাল ৮টায় সকালের নাস্তা শেষ করে শালবন বিহার, যাদুঘর পরিদর্শন শেষে কাশবন রিসোর্টে গিয়ে প্রথমে শিক্ষক শিক্ষার্থীদের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে শিক্ষকদের হাড়ি ভাঙ্গায় ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান পুরুষদের মধ্যে ১ম ও দ্বিতীয় হন ড. আসাদুজ্জামান, প্রভাষক আবুল কালাম আজাদ। হাড়ী ভাঙ্গা মহিলায় ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের সহধর্মীনি সালমা রহমান। ছাত্রদের ওয়ান স্টাম্প বল ও মেয়েদের ঝুড়িঁতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতা শেষে এক জমকালো সাংস্কৃতির অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সফরকে সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মাষ্টার্সের শিক্ষার্থী তানিম, হাসান, হারুন শরীফুল ইসলাম। ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিরাজ ওসমান, ইউছুফ, রাজু, সোলেমান, পাঁপড়ি সোমা প্রমুখ।

Check Also

debidwer (Comilla) fire pic-24.03.2019

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...