BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / ঝ. চৌদ্দগ্রাম / পশু জবাইয়ের দৃশ্য দেখে চৌদ্দগ্রামে কিশোরের মৃত্যু

পশু জবাইয়ের দৃশ্য দেখে চৌদ্দগ্রামে কিশোরের মৃত্যু

কুমিল্লা, ০৮ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
কোরবানির পশু জবাইয়ের দৃশ্য দেখে কুমিল্লায় ঈদের সকালে ‘হার্ট অ্যাটাক’ হয়ে মারা গেছে মো. আবদুর রহমান সাগর নামের এক কিশোর। সাগর (১৭) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের গুর্নিশকরা গ্রামের মীর হোসেন মিরুর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঈদের নামাজের পর সাগর গ্রামের ভূঁইয়া বাড়িতে গরু জবাই দেখছিলো। পশুর রক্ত দেখে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, সাগর হার্ট অ্যাটকে মারা গেছে। এ ঘটনায় সাগরের পরিবারের ঈদের আনন্দ মলিন হয়ে যায়। আশপাশের বাড়িতেও শোকের ছায়া নেমে আসে।

Check Also

images

দেবিদ্বারে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধিঃ– দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাজেবাখর গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোবারক হোসেন (১৬) ...

Leave a Reply