BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / খ. কুমিল্লা সদর দক্ষিণ / কুমিল্লায় মাঘী পূর্ণিমা উপলক্ষে নব শালবন বিহারের মন্দিরে প্রার্থনা

কুমিল্লায় মাঘী পূর্ণিমা উপলক্ষে নব শালবন বিহারের মন্দিরে প্রার্থনা

ইমতিয়াজ আহমেদ জিতু,কুমিল্লা :

নব শালবন বিহার মন্দিরের মূর্তি
কুমিল্লায় মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় কোটবাড়ি নব শালবন বিহার মন্দিরে প্রার্থনা, বৌদ্ধ পূজা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব শালবন বিহারের অধ্যক্ষ,শালবন বিহার অনাথালয় ও ইয়ং মেন্স বুড্ডিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং বিটিভির নিয়মিত ত্রিপিটক পাঠক শ্রীমথ শীলভদ্র মহাথের, ওয়াই এমবিএর যুগ্ম মহাসচিব বাবু শ্যামল সিংহ , যুগ্ম মহাসচিব প্রিয়লাল বড়–য়া, অর্থসচিব তপন সিংহা,উপদেষ্টা জ্যোতিষ চন্দ্র সিংহা, উপদেষ্টা এসকে বড়–য়া,সাংগঠনিক সম্পাদক বিকাশ সিংহা, সাংস্কৃতিক সম্পাদক অনিক বড়–য়া, নির্বাহী সদস্য সুভাস সিংহ, নির্বাহী সদস্য স্বপন বড়–য়া, নির্বাহী সদস্য বাদল সিংহ,কুমিল্লা বৌদ্ধ নাগরিক কমিটির সভাপতি প্রফেসর অনিল কুমার বড়–য়া,নব শালবন বিহারের তত্ত্বাবধায়ক জ্ঞানানেন্দ্র মহান কর্মকার,নির্বাহী সদস্য সুপ্রভা বড়–য়া, শালবন বিহারের অনাথালয়ের সদস্য সুরসেং সিং সহ আরো অনেকে। কুমিল্লায় মাঘী পূর্ণিমা উপলক্ষে নব শালবন বিহারের মন্দিরে প্রার্থনা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত
ইমতিয়াজ আহমেদ জিতু,কুমিল্লাঃ

কুমিল্লায় মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১ টায় কোটবাড়ি নব শালবন বিহার মন্দিরে প্রার্থনা, বৌদ্ধ পূজা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব শালবন বিহারের অধ্যক্ষ,শালবন বিহার অনাথালয় ও ইয়ং মেন্স বুড্ডিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং বিটিভির নিয়মিত ত্রিপিটক পাঠক শ্রীমথ শীলভদ্র মহাথের, ওয়াই এমবিএর যুগ্ম মহাসচিব বাবু শ্যামল সিংহ , যুগ্ম মহাসচিব প্রিয়লাল বড়–য়া, অর্থসচিব তপন সিংহা,উপদেষ্টা জ্যোতিষ চন্দ্র সিংহা, উপদেষ্টা এসকে বড়–য়া,সাংগঠনিক সম্পাদক বিকাশ সিংহা, সাংস্কৃতিক সম্পাদক অনিক বড়–য়া, নির্বাহী সদস্য সুভাস সিংহ, নির্বাহী সদস্য স্বপন বড়–য়া, নির্বাহী সদস্য বাদল সিংহ,কুমিল্লা বৌদ্ধ নাগরিক কমিটির সভাপতি প্রফেসর অনিল কুমার বড়–য়া,নব শালবন বিহারের তত্ত্বাবধায়ক জ্ঞানানেন্দ্র মহান কর্মকার,নির্বাহী সদস্য সুপ্রভা বড়–য়া, শালবন বিহারের অনাথালয়ের সদস্য সুরসেং সিং সহ আরো অনেকে।




Check Also

মনোহরগঞ্জের বিপুলাসারে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় যুবলীগ নেতা মোরশেদ আলমের শো-ডাউন

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:– বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ভাগিনা এবং আবহা, মাহাইল, সৌদি আরব যুবলীগের ...

Leave a Reply